1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৩ পূর্বাহ্ন

হত্যা মামলার আসামি জাকিরকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

সিনিয়র প্রতিবেদক:
  • আপডেট : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৬৪৭ বার দেখা হয়েছে

পিবিআইর জালে আটক দুই বছর আগের হত্যা মামলার আসামি জাকিরকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম রাবেয়া বেগম এই আদেশ দেন।

আদালতে আসামিপক্ষে ছিলেন এডভোকেট রহমান হাওলাদারসহ ১০-১৫ জন আইনজীবী। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট আনোয়ারুল কবির বাবুল। বাদীপক্ষে ছিলেন এড. মো. তরিকুল ইসলাম, এড. আব্দুল্লাহ আল মনসুর রিপন, এড. তুহিন হাওলাদার, এড. চৌধুরী মো. গালিব রাগীব, এড. মো.জাকির হোসেন ও বিপ্লব হোসেন। পরে আদালতের সাধারণ নিবন্দন কর্মকর্তা (জিআরো) আব্দুল করিম বলেন, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালত নবাবগঞ্জের আলোচিত মোটরসাইকেল চালক হত্যা মামলার আসামি জাকিরকে জেলগেটে দুদিন জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছে।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে পাঁচদিনের রিমান্ড আবেদন করেন। পরে দুপুরে রিমান্ড শুনানি হয়। শুনানিকালে আদালতের পাবলিক প্রসিকিউটর রিমান্ড আবেদন করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।

গত ১১ মার্চ শুক্রবার নিজ বাস থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) হত্যা মামলার আসামি জাকিরকে আটক করে।

নথি থেকে জানা যায়, ২০২০ সালের ১লা অক্টোবর নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের চরশৈল্যা এলাকার মোটরসাইকেল চালক ভিকটিম মো. জাকিরকে (৪৫) পিটিয়ে ও বিষাক্ত খাদ্য দ্রব্য খাইয়ে হত্যা করা হয়। পরিবারের দাবি, তাকে ফোনে ডেকে নিয়ে আসামী জাকির হোসেনের নেতৃত্বে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী মোকসেদা বেগম নবাবগঞ্জ থানায় মামলা করেন। মামলায় উপজেলার পুরান তুইতালের শফিক (৪০) ও আফজাল নগরের মো. জাকির হোসেনসহ (৪২) অজ্ঞাতনামা চার-পাঁচজনকে জনকে আসামি করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ