ঢাকার নবাবগঞ্জের কৃতি সন্তান প্রথম আলো বন্ধুসভার সাবেক সভাপতি, জনপ্রিয় ছাড়াকার ও অণুকাব্যকার সাইদুজ্জামান রওশন (দন্ত্যস রওশন)।
এবারের বই মেলায় তার দুটি বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে কয়েকটি বই পুরস্কার পেয়েছে। তিনি এখন পর্যন্ত প্রায় ৮০টি বই লিখেছেন।
স্কুল-কলেজ জীবন পুরো সময়টাই কেটেছে নবাবগঞ্জের শিকারিপাড়া ইউনিয়নের বকচর গ্রামে। পড়াশোনা করেছেন শিকারীপাড়া টিকেএম উচ্চ বিদ্যালয়ে। ডিএন কলেজে একাদশ শ্রেণীতে পড়াশোনা শেষে ঢাকা সিটি কলেজে ভর্তি হন। লেখালেখির হাতেখরি গ্রাম থেকেই। নিজ গ্রাম বকচর তুইতালে বাশ গেরে দেয়াল পত্রিকা করতেন। এখন তিনি দেশের খ্যাতনামা কবি, লেখক ও জনপ্রিয় ছড়াকার।
মন্তব্য করুন