ঢাকার নবাবগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
রাত ১২টা ১ মিনিটে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন নবাবগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে এ শ্রদ্ধা নিবেদন করেন। এরপর অন্যান্য সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় নেপথ্যে বাজছিল অমর একুশের কালজয়ী গান, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ,এম,সালাউদ্দীন মনজু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম শেখ, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মোঃ মিজানুর রহমান ভূঁইয়া কিসমত, যুগ্ম আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন, যুগ্ম আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আরিফুর রহমান শিকদার, যুগ্ম আহবায়ক, ড. সাফিল উদ্দিন, নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও কলাকোপা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ।
Leave a Reply
You must be logged in to post a comment.