ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জের ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইকে এলোপাথাড়ি মারপিট করে হত্যার অভিযোগে আপন বড় ভাই ও ভাতিজাকে খুঁজছে পুলিশ।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে শুক্রবার রাতে একটি হত্যা মামলা করেছেন। মামলায় নিহতের বড় ভাই ও তার ছেলেকে আসামি করা হয়েছে।
পারিবারিক বিরোধের জেরে বৃহস্পতিবার রাতে উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের রাজাবাড়ী নামারহাটি এলাকায় নিজ বাড়িতে আপন বড় ভাই ও ভাতিজার এলোপাথাড়ি কিল ঘুসিতে অসুস্থ হয়ে অচেতন হয়ে যায় ছোট ভাই আব্দুল জলিল (৩৫)। পরে স্বজনরা তাকে দ্রুত ঢাকার স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় তদন্ত চলছে জানিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, নিহতের বড় এক ভাই ও তার ছেলে এ মারপিটের সঙ্গে জড়িত। ঘটনার পর থেকেই তারা পলাতক রয়েছেন। তাদের খুঁজে বের করে গ্রেপ্তার করতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।
নিহত ওই ব্যক্তি দক্ষিণ কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের রাজাবাড়ী নামারহাটি এলাকার মৃত হাজী কানু মিয়ার ছেলে।
মন্তব্য করুন