“বঙ্গবন্ধু দর্শন সমবায়ে উন্নয়ন” প্রতিপাদ্যে ঢাকার নবাবগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তর ও সমবায়ীরা এ অনুষ্ঠানের আয়োজন করেন।
দিবসটি উপলক্ষে শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কায়কোবাদ চত্বর ঘুরে এসে পরিষদ প্রাঙ্গণে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে আব্দুল ওয়াছেক মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহকারি কমিশনার ভূমি অরুণ কৃষ্ণ পাল।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান ইয়াসমিন আক্তার, নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ।
আরও উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন, উপজেলা সমবায় অফিসার রওশন আরা, ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলসহ অন্যান্য অফিসার ও আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে সম্মানিত অতিথি বৃন্দ ও ভাল কাজের অবদান রাখায় ২০ সমবায়কে সম্মাননা স্মারক প্রদাণ করা হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.