ঢাকার নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের ছোট গোবিন্দপুর গ্রামের ভক্ত বাড়ির সীমানা প্রাচীর ভেঙে ফেলেছে দুর্বৃত্ত্বরা। বৃহস্পতিবার রাতের আঁধারে এঘটনা ঘটে।
ভক্তবাড়ির মৃত হরিভক্ত দে-এর ছোট ছেলে বিপ্লব কুমার দে অভিযোগ করেন, তাদের বাগান বাড়িতে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত পশ্চিম পাশ দিয়ে ১২০ ফুট লম্বা ও আড়াই ফুট উচ্চতার সীমানা প্রাচীর নির্মান কাজ শেষ করে রাজমিস্ত্রীরা বাড় চলে যায়। শুক্রবার সকালে গিয়ে দেখেন নির্মিত প্রাচীর দূর্বৃত্তরা ভেঙে ফেলেছে। এতে করে আমাদের অনেক টাকার ক্ষতি হয়েছে।
তিনি আরও জানান, ভবিষ্যতের কথা চিন্তা করে শুক্রবার সকালে নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ করি।
স্থানীয়রা বলেন, এরা খুব নিরীহ মানুষ ঘটনা যারা ঘটিয়েছে তাদের শাস্তি হওয়া উচিত।
নবাবগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও যন্ত্রাইল ইউনিয়ন বাসিন্দা নুরে আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি বিষয়টি দুঃখজনক।
নবাবগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই রফিকুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তে ঘটনাস্থলে পুলিশ যাবে।
মন্তব্য করুন