1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৫ অপরাহ্ন

নবাবগঞ্জে করোনায় মুক্তিযোদ্ধার মৃত্যু: রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৬০২ বার দেখা হয়েছে

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মো. শাহআলম (৬৩) নামে এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (১৮সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

শাহআলম উপজেলার বক্সনগর ইউনিয়নের কোমরগঞ্জ গ্রামের বাসিন্দা ছিলেন।

জানা যায়, বীর মুক্তিযোদ্ধা শাহআলম করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন। শনিবার রাতে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান তিনি।

রোববার সকাল সাড়ে ১০টায় বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদাণ করেণ নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অরুন কৃষ্ণ পাল ও নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ। এছাড়া উপজেলা বীরমুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

পরে জানাযা শেষে উপজেলা দাফন টিমের প্রধান তাবির হোসেন খান পাভেলের নেতৃত্বে তার দাফন সম্পন্ন করা হয়।

দাফন টিম জানায়, নবাবগঞ্জ উপজেলায় এ পর্যন্ত ৮৩ জনকে দাফন সম্পন্ন করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ