মহামারী করোনা ভাইরাসে আক্রান্তদের সুচিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১২টি অক্সিজেন সিলিন্ডার ও স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংস্থা গুডনেইবারস বাংলাদেশ দোহার সিডিপি।
বুধবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় দোহার উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন এ অক্সিজেন সিলিন্ডার ও স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম গ্রহন করেন। তিনি গুডনেইবারস বাংলাদেশ দোহার সিডিপি’র সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এফ.এম ফিরোজ মাহমুদ।
আরও উপস্থিত ছিলেন- গুডনেইবারস বাংলাদেশ দোহার সিডিপি’র ম্যানেজার বিধান মন্ডল, সিডিসি’র সভাপতি একলাল উদ্দিন আহমেদ, হেলথ অফিসার মো. শাহিন আলম, মেডিকেল অফিসার ফাহাদ বিন লতিফ, এডমিন সিনিয়র অফিসার আব্রাহাম বালা-সহ ড্রিম স্কুল শিক্ষক, ভলেনটিয়ার, ইন্টার্ন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারী।
Leave a Reply
You must be logged in to post a comment.