ঢাকার দোহার উপজেলার জয়পাড়া হাটে অভিযান চালিয়ে ১৮ জনকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএফএম ফিরোজ মাহমুদ এ অভিযান পরিচালনা করেন।
বৃহস্পতিবার জয়পাড়ায় সাপ্তাহিক হাট হওয়ায় জনসাধারণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই চলছিল বেচাকিনি। দুপুরে জয়পাড়া হাটে অভিযান চালিয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ১০ জন ব্যবসায়ী ও কয়েকজন ক্রেতাসহ মোট ১৮ জনকে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় হাট বন্ধ করে দেয়া হয়।
অভিযানের সহযোগিতা করেন সেনাবাহিনী, বিজিবি ও দোহার থানা পুলিশের সদস্যরা।
মন্তব্য করুন