করোনাভাইরাস সংক্রমণ রোধে কঠোর লকডাউন বাস্তবায়ন করতে ঈদ পরবর্তী প্রথম দিনে মাঠে তৎপর রয়েছেন প্রশাসন। এ সময় বিধি-নিষেধ লঙ্ঘন করায় ঢাকার দোহারে ৪৯ জনকে এবং নবাবগঞ্জে ৩০ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার লকডাইনের প্রথম দিনে কঠোর অবস্থানে ছিলেন দোহার উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলাবাহিনী। দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪৯ জনকে ৪ হাজার ২০০শত টাকা জরিমানা করা হয় এবং যানবাহন আটক করা হয়। অভিযান পরিচালনা করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এফএম ফিরোজ মাহমুদ ও সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র। অভিযানে সহযোগিতা করেন দোহার থানা পুলিশ, আনসার সদস্য, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যগণ।
একইদিন নবাবগঞ্জেও অভিযান চালিয়েছে প্রশাসন। উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সরকারের নির্দেশনা অমান্য করায় ৩০ জনকে ১২ হাজার ৫শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ম্যাজিষ্ট্রেট অরুন কৃষ্ণ পাল। পাশাপাশি জনগণকে স্বাস্থ্য বিধি সম্পর্কে সচেতন করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহযোগিতা করেন নবাবগঞ্জ থানা পুলিশ, আনসার সদস্য, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যগণ।
Leave a Reply
You must be logged in to post a comment.