ঢাকার দোহারে করোনায় বীর মুক্তিযোদ্বা আব্দুস সোবাহান মোল্লা (৬৮) মারা গেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। তিনি করোনায় আক্রান্ত হয়ে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে শুক্রবার (৯জুলাই) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা মৃত্যুবরণ করেন।
জানা যায়, উপজেলার পশ্চিম সুতারপাড়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা আব্দুস সোবাহান মোল্লা করোনায় আক্রান্ত হয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় শুক্রবার বিকেলে মারা যান। শনিবার সকালে আব্দুল হামেদ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদের নেতৃত্বে এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার দিয়ে দাফন করা হয়। দাফন কাজে সহযোগিতা করেন ইসলামী আন্দোলন দোহার থানা করোনা কাফন দাফন টিমের সদস্যরা।
এর আগে ১লা জুলাই উপজেলার খালপাড় এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ভূঁইয়া এবং ৭ই জুলাই নারিশা পশ্চিমচর খালাসী বাড়ীর বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব করোনায় আক্রান্ত হয়ে মারা যান। গত ১০ দিনে করোনায় ৩জন বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হলো দোহারে।
Leave a Reply
You must be logged in to post a comment.