ঢাকার দোহারে অভিযান চালিয়ে শেখ শামীম (৩৫), মো. বাবু (২৫) ও সো. দিলবর হোসেন (২৫) নামে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার বিকেলে উপজেলার মুকসেদপুর থেকে ১.৫ গ্রাম হেরোইনসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শামীম মুকসুদপুর গ্রামের শেখ সোহরাবের ছেলে, বাবু একই এলাকার আ. মান্নানের ছেলে এবং দিলবর দক্ষিণ মধুরখোলার মৃত মোসলেম ফকিরের ছেলে।
বৃৃহস্পতিবার রাতে র্যাব-১১, সিপিসি-১ এর কোম্পনী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম প্রেস বিজ্ঞপ্তি এসব তথ্য জানান।
র্যাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার পৌনে চারটার দিতে র্যাব-১১, সিপিসি-১ এর কোম্পনী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম ও স্কোয়াড কমান্ডার মোঃ আবু ছালেহ’র নেতৃত্বে মুকসুদপুরে অভিযান চালিয়ে ১.৫ গ্রাম হেরোইনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
মন্তব্য করুন