ঢাকার দোহার উপজেলায় উচ্চ শব্দে মাইক ও সাউন্ড সিস্টেম বাজানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে দোহার উপজেলা প্রশাসন।
বুধবার দুপুরে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদ এ বিজ্ঞপ্তি জারি করে। এতে বলা হয় উচ্চশব্দে মাইক, বাদ্যযন্ত্র সহ বিভিন্ন শব্দ সৃষ্টিকারী যন্ত্র (ডিজে গান) ব্যবহৃত হচ্ছে। এতে করে ছাত্রছাত্রীদের লেখাপড়া মারাত্মক ভাবে বিঘ্নিত হচ্ছে সেই সাথে বৃদ্ধ এবং অসুস্থ ব্যক্তিগণ আরও স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন। এমন অবস্থায় যে কোন ধরনের শব্দযন্ত্র বাজানোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা প্রদান করা হলো এবং যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রশাসন কর্তৃক বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। আরোপিত বিধিনিষেধ মেনে চলার জন্য বলা হলো। জনস্বার্থে এ আদেশ জারি হলো।
মন্তব্য করুন