1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০২:১৯ পূর্বাহ্ন

দোহারে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক। প্রিয়বাংলা নিউজ২৪
  • আপডেট : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ১৩৫৮ বার দেখা হয়েছে

ঢাকার দোহার উপজেলায় চতুর্থ শ্রেণির এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তারই প্রতিবেশি শেখ সবুজের বিরুদ্ধে। অভিযুক্ত সবুজ উপজেলার নুরপুর গ্রামের মৃত শেখ মুন্নাফের ছেলে।

এ ঘটনায় ধর্ষণের শিকার হওয়া ওই শিক্ষার্থীর বাবা ইকলাছ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সবুজের বিরুদ্ধে দোহার থানায় একটি মামলা করেছে। কিন্তু মামলার প্রায় এক মাস পার হলেও অভিযুক্ত সবুজকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

মামলার এজাহার থেকে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর দুপুরে অভিযুক্ত শেখ সবুজ ওই শিক্ষার্থীকে প্রেমের প্রেলোভন দেখিয়ে নুরপুর গ্রামের শিউলি আক্তারের বাড়িতে নিয়ে যায়। পরে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় তার ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে সবুজ সেখান থেকে পালিয়ে যায়। পরে ধর্ষণের শিকার ওই শিক্ষার্থী বাড়ি ফিরে তার বাবা-মাকে বিষয়টি জানালে পরের দিন (১৮ সেপ্টেম্বর) তার বাবা ইকলাছ বাদী হয়ে সবুজের বিরুদ্ধে দোহার থানায় একটি ধর্ষণ মামলা করেন।

ইকলাছ প্রিয়বাংলা নিউজ২৪’কে বলেন, মামলার প্রায় এক মাস পেরিয়ে গেলেও অভিযুক্ত আসামীকে ধরতে পারেনি পুলিশ। আমি সবুজের বিচার চাই।

এ ঘটনায় অভিযুক্ত সবুজের বাড়িতে গিয়ে কাউকে না পেয়ে সবুজের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে মামলার দায়িত্বে থানা এসআই মো. আনোয়ার হোসেন বলেন, এখনো মেডিকলে রির্পোট পাওয়া যায়নি। ঘটনার পর থেকেই আসামী পলাতক আছে। সবুজকে গ্রেফতার করতে চেষ্টা করে যাচ্ছি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ