1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০:৩৯ পূর্বাহ্ন

নবাবগঞ্জে আরো ৮৯ জনের করোনা সনাক্ত, আক্রান্তের সংখ্যা বেড়ে ১৫২

সিনিয়র প্রতিবেদক। প্রিয়বাংলা নিউজ ২৪
  • আপডেট : রবিবার, ৩১ মে, ২০২০
  • ৪৩৭১ বার দেখা হয়েছে

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আরো ৮৯ জনের করোনাভাইরাস সনাক্ত হয়েছে। ১৯৫ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৮৯ জনের শরীরের করোনার সংক্রমন পাওয়া গেছে। এ নিয়ে উপজেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫২ জনে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ জানান, শনিবার (৩০ মে) রাত ১২টায় পাওয়া পরীক্ষার ফলাফলে নতুন করে ওই ৮৯ জন সনাক্তের বিষয়টি তাঁরা নিশ্চিত হয়েছেন।

ডা. অনুপ প্রিয়বাংলা নিউজ২৪ কে জানান, গত রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার পাঠানো ১৯৫ জনের নমুনা হতে নতুন ৮৯ জন রোগী শনাক্ত করা হয়েছে। বিভিন্ন বয়সী নতুন আক্রান্তরা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা। এদের নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫২ জনে। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন ও মৃত্যুবরণ করেছেন ২ জন।

নতুন আক্রান্তদের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে ডা. অনুপ জানান, সংক্রমনের ঝুঁকি এড়াতে আক্রান্তদের স্বজনদের হোম কোয়ারেন্টিনে রাখা হবে ও প্রয়োজনীয় অন্যান্য সকল পদক্ষেপ নেওয়া হবে বলে জানান এ চিকিৎসক।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ