ঢাকার নবাবগঞ্জের নতুন বান্দুরায় উৎসবমূখর পরিবেশে ধানের শীষের পক্ষে প্রচারণা চালিয়েছে বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। এসময় ঢাক ঢোলের শব্দের সাথে ধানের শীষের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।
বৃহস্পতিবার বিকালে বিএনপি নেতা ফ্রান্স প্রবাসী মাসুদ রানা মজনুর উদ্যোগে নতুন বান্দুরা বাজার থেকে নির্বাচনী মিছিল বের হয়ে নূরনগর বাজার হয়ে পুনরায় বান্দুরা বাজারে এসে শেষ হয়।
এসময় আগামী ১২ ফেব্রুয়ারি ঢাকা-১ আসনের ধানের শীষের প্রার্থী খন্দককার আবু আশফাককে ভোট দেওয়ার আহবান জানিয়ে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা।
নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন বান্দুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিল্লাল মিয়া, বিএনপি নেতা ফ্রান্স প্রবাসী মাসুদ রানা মজনু, ডা. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক রফিকুল ইসলাম রুবেল, বান্দুরা ইউনিয়ন বিএনপির সভাপতি সজিবুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মাদবর ফারুক, উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি আকতার মোল্লা, সাধারণ সম্পাদক মীর নাসির, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক জাকির হোসেন, ইউনিয়ন শ্রমিকদলের সাবেক সভাপতি ইমতিয়ার শামীম, উপজেলা মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক নাসিমা আক্তারসহ আরো অনেকে।
মন্তব্য করুন