ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে সাংস্কৃতিক সংগঠন লতিতকলা একাডেমি (নাফা) ও ইনভিশন একশন রিওয়ার্ড এ্যাসেট (ইয়ারা) এর আয়োজনে আলোচনা সভা এবং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। শনিবার বেলা সাড়ে ১১টায় কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠান করা হয়।
অনুষ্ঠানে ২৫ জন যুবককে অনলাইন ব্যবসায় সুযোগ, সুবিধা ও পরিকল্পনা বিষয়ক বিনামূল্যে প্রশিক্ষণ ও সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠান পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন ইনভিশন একশন রিওয়ার্ড এ্যাসেট (ইয়ারা) এর প্রতিষ্ঠাতা ও নাফার সাধারণ সম্পাদক সায়মা রহমান তুলি।
সভাপতিত্ব করেন নাফার সভাপতি শফিউর রহমান তোতা। সভায় বক্তব্য রাখেন সরকারি দোহার নবাবগঞ্জ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ঢাকার পুরানা পল্টন কলেজ ছাত্রসংসদের ভিপি সালমান আহাম্মেদ সারেং, সরকারি ডিএন কলেজ ছাত্রলীগের সহ সভাপতি সোয়াইব আহমেদ পিয়াস।
উপস্থিত ছিলেন, কলাকোপা কোকিলপ্যারী স্কুলের প্রধান শিক্ষক মো. শাহ আলম, নাফার পরিচালক লতিফা রহমান লতা, সংগীত শিল্পী উৎপল ডি কস্তা।
Leave a Reply
You must be logged in to post a comment.