নারায়ণগঞ্জের ফতুল্লা ও সদর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ধর্ষণ ও হত্যা মামলার পলাতক দুই আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। মঙ্গলবার তাদেরকে গ্রেপ্তার করা হয়।
বুধবার প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানান র্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি কাজী শাহাবুদ্দিন আহমেদ।
প্রেস বিজ্ঞপ্তি র্যাব জানান, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন পাঠানতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার পলাতক আসামী শাকিল (২১)’কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারতারকৃত আসামী শাকিল লামিয়া নামে এক নারীকে অপহরণ করে তিনদিন নিজ হেফাজতে রেখে ধর্ষণ করেন। পরবর্তীতে আসামী পুলিশ কর্তৃক আটক ও ভিকটিম উদ্ধার হলে ভিকটিমের মা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে শাকিল জামিনে বের হয়ে আত্মগোপন করে পলাতক থাকে। শাকিলের বিরুদ্ধে আদালত কর্তৃক গ্রেপ্তারী পরোয়ানা ইস্যু হলে র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জের একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় শাকিলকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে একই থানায় গণধর্ষণ ও মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানান র্যাব।
শাকিল ফতুল্লার তল্লা পানির পাম্প মসজিদ সংলগ্ন বেলতলা এলাকার ইদ্রিস আলীর ছেলে।
একই দিন নারায়ণগঞ্জের সদর মডেল থানাধীন খানপুর এলাকায় অভিযান চালিয়ে মো. সোহান (২৮) নামে হত্যা মামলার এক পলাতক আসামীকে গ্রেপ্তার করে র্যাব। আসামী সোহান ও তার সহযোগীরা মিলে পরিকল্পিতভাবে নিহত ভিকটিম সালাউদ্দিন কালু (২৮)’কে হত্যা করে লাশ গোপন করে ফেলেন। হত্যার পর আসামীরা গ্রেপ্তার এড়াতে নিজেরা আত্মগোপন করে পলাতক ছিলেন।
গ্রেপ্তারকৃত আসামীদ্বয়ের মধ্যে শাকিলকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় এবং মোঃ সোহানকে সদর মডেল থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.