কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের আলীপুর বেইলি ব্রিজের পাশে ট্রাক খাদে পড়ে বিশু চন্দ্র (৪৫) নামে এক চামড়া ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাক ড্রাইভার আব্দুল খালেক (৪৩) ও হেলপার আফজাল মিয়া (২৭) গুরুত্বর আহত হয়ে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শনিবার রাত সাড়ে ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত চামড়া ব্যবসায়ী বিশু চন্দ্র জামালপুরের ইসলামপুর থানার ভাঙ্গুরা গ্রামের মনি লাল চন্দ্রের ছেলে।
কলাতিয়া পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম জানান, ঢাকা মেট্রো ড-১৪৭৬১৫ নাম্বারের ট্রাকটি নরসিংদী থেকে চামড়া বোঝাই করে কেরানীগঞ্জ হয়ে সাভারের উদ্দেশ্যে যাচ্ছিল। হঠাৎ আলীপুর বেইলি ব্রিজের সামনে এসে নিয়ন্ত্রন হারিয়ে পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ব্যবসায়ীর মৃত্যু হয় ও ২ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিডফোর্ড হাসপাতাল মর্গে প্রেরন করে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।
মন্তব্য করুন