1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৬:৪০ অপরাহ্ন

নতুন বান্দুরায় ‘হেলাল জেনারেল হাসপাতাল’ এর পথচলা শুরু

সিনিয়র প্রতিবেদক:
  • আপডেট : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ৫৬৩ বার দেখা হয়েছে

ঢাকার নবাবগঞ্জের নতুন বান্দুরায় নতুনভাবে পথচলা শুরু হলো হেলাল জেনারেল হাসপাতালের। সংক্ষিপ্ত আলোচনা ও দোয়ার মধ্য দিয়ে মঙ্গলবার বিকেলে নতুন বান্দুরার চৌরাস্তা মোড়ে সুলতান প্লাজায় হেলাল জেনারেল হাসপাতালের কার্যক্রম শুরু হয়েছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বান্দুরা ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য সুকুমার হালদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হেলাল জেনারেল হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর আকতারুজ্জামান হেলাল।

হেলাল জেনারেল হাসপাতালের চেয়ারম্যান ডা. রফিকুল ইসলামের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা পল্লি বিদ্যুৎ-২ এর বান্দুরা জোনাল অফিসের এজিএম সালাউদ্দিন, বান্দুরা ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল রাজ্জাক, মুক্তার বেপারী , মো. হিজবুল্লাহ, হেলাল জেনারেল হাসপাতালের ফাইন্যান্স ডিরেক্টর আবজাল মোল্লা, কোষাধ্যক্ষ ইসহাক উল্ল্যা, উপদেষ্টা জুয়েল খান, যুবলীগ নেতা মীর খোকন, আনোয়ার হোসেন, স্বপন বেপারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। হাসপাতাল থেকে জনগণ সঠিক সেবা পাবেন এমন প্রত্যাশা স্থানীয়দের।

নবাবগঞ্জের পশ্চিমাঞ্চলের মানুষের সেবার জন্যই মাঝিরকান্দার বাসস্ট্যান্ড সংলগ্ন মহব্বতপুর থেকে নতুন বান্দুরায় স্থানান্তর করা হয়েছে হেলাল জেনারেল হাসপাতাল। ব্যবসা নয়, সেবার প্রত্যয় নিয়েই হাসপাতালটি পরিচালিত হবেন বলে জানান কর্তৃপক্ষ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ