কেরানীগঞ্জে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত টিএন্ডটি যুব ইয়্যুথ ট্রেডিং এর শুভ উদ্বোধন, সনদ পত্র-ভাতা বিতরন ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় চুনকুটিয়া গার্লস স্কুল এন্ড কলেজের হলরুমে কেরানীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম জসিম উদ্দিন এর সার্বিক ব্যবস্থাপনা ও টিএন্ডটি যুব ইয়্যুথ ট্রেডিং এর পরিচালক তাসফিনা হোসেনের পরিচালনা ও আয়োজনে এই যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
যুব সমাবেশে কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও দক্ষিন কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি শাহিন আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক মোঃ আখতার হোসেন। কেক কেঁটে টিএন্ডটি যুব ইয়্যুথ ট্রেডিং এর শুভ উদ্বোধনের পর প্রধানমন্ত্রীর এসডিজি প্রকল্পের আওতায় উদ্যোক্তা তৈরী করার লক্ষ্যে ৬ দিনের প্রশিক্ষন শেষে শিক্ষিত ৩০ জন বেকার তরুন-তরুনীকে সনদ ও ভাতা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানটি বাস্তবায়ন করেন কেরানীগঞ্জ উপজেলা টিএন্ডটি যুব ইয়্যুথ ট্রেডিং।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক সমন্বয়কের একান্ত সচিব (উপ সচিব) সোহেল আহমেদ, ঢাকা জেলা যুব উন্নয়ন অধিদপ্তর এর উপ পরিচালক বিরাজ চন্দ্র সরকার, কেরানীগঞ্জ মডেল থানার সহকারি কমিশনার ( ভ‚মি) ও নির্বাহী ম্যাজিট্রেট মোঃ শাহাদা শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি মোঃ ইকবাল হোসেনসহ আরো অনেকে।
Leave a Reply
You must be logged in to post a comment.