1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৬ অপরাহ্ন

নবাবগঞ্জে সরকারি হাসপাতালে অসংক্রামক ব্যাধি কর্ণার উদ্বোধন

সিনিয়র প্রতিবেদক:
  • আপডেট : বুধবার, ১০ মে, ২০২৩
  • ১৫৩ বার দেখা হয়েছে

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সরকারি হাসপাতালে বিশেষ সেবা প্রদানের জন্য অসংক্রামক ব্যাধি কর্ণার উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় স্বাস্থ্য সেবা কর্ণার উদ্বোধন করেন নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম।

এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শহিদুল ইসলাম বলেন, এ সেবা কর্ণার থেকে ক্যান্সার, ডায়াবেটিক, হৃদরোগ ও উচ্চ রক্ত চাপসহ অসংক্রামক যত ধরণের ব্যাধি আছে তা সেবা প্রদান করা হবে। সেবা নিতে হলে প্রত্যেক রোগীকে তার এনআইডির ফটোকপি ও এক কপি ছবি দিয়ে নিবন্ধন করে রোগীকে স্বাস্থ্য সেবা কার্ড গ্রহণ করে সেবা নিতে হবে।

উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার ডা. ইফতেখার আহমেদ, ডা. মেজবাহ উদ্দিন, ডা. সামস উল ইসলাম খান, প্রশিক্ষক জাতীয় হৃদরোগ ফাউন্ডেশনের ডা. মাহফুজা লুনা, জাতীয় হৃদরোগ ফাউন্ডেশনের ঢাকা বিভাগের ডিভিশনাল প্রোগ্রাম অফিসার মো. আসলাম পারভেজ প্রমুখ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ