ঢাকার নবাবগঞ্জ উপজেলায় অভিযান পরিচালনা করে মাটি কাটা বন্ধ করে দিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার হাগ্রাদী ও বিপ্রতাশুল্যা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আ. হালিম।
সুত্র জানায়, সরকারি রাস্তা ও কৃষি জমি নষ্ট করে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রি ও অনুমতি ছাড়া জমির প্রকৃতি পরিবর্তনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় নয়নশ্রী ইউনিয়নের বিপ্রতাশুল্যা এলাকায় ও শিকাড়ীপাড়া ইউনিয়নের পেয়ারা চেয়ারম্যানের ছেলে তানভীরের নেতৃত্বে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও শিকারিপাড়া ইউনিয়নে বাদলের নেতৃত্বে কৃষি জমি থেকে অবৈধভাবে ড্রেজার লাগিয়ে ও ভ্যেকু দিয়ে মাটি কেটে বিক্রি করা বন্ধ করে দেয় নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আ. হালিম।
নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আ. হালিম বলেন, কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply
You must be logged in to post a comment.