1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:৩৮ পূর্বাহ্ন

নবাবগঞ্জে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

সিনিয়র প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ৩৪৭ বার দেখা হয়েছে

ঢাকার নবাবগঞ্জে অভিযান চালিয়ে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, নবাবগঞ্জ উপজেলার বান্দুরা বাজারে স্বাস্থ্যকর খাবার প্রস্তুত, বিক্রি নিশ্চিত ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন হোটেল, বেকারি ও ইফতার বিক্রয়ের স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালান করা হয়েছে। এসময় আপ্যায়ন মিনি চাইনিজ এন্ড রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, হাজী বিরিয়ানি হাউজ এন্ড কাচ্চি ঘরকে ২ হাজার টাকা, সারা বেকারি এন্ড কনফেকশনারিকে ১৫ হাজার টাকা এবং অভিরাম বেকারি এন্ড কনফেকশনারিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসব রেস্টুরেন্ট, বেকারিতে খাদ্যে মাছি, তেলাপোকা, বাসি-পঁচা খাবার পাওয়া যায়। এছাড়াও কাবার প্রস্তুত করার রান্না ঘর ও তৈজসপত্র অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ লক্ষ্য করা যায়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ