ঢাকার নবাবগঞ্জে অভিযান চালিয়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শনিবার এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, উপজেলার বক্সনগর ইউনিয়নের দিঘীরপাড় এলাকায় কৃষি জমি থেকে মাটি কেটে ইটের ভাটায় বিক্রি করার অপরাধে জাকির হোসেন সেন্টু (৩৫) নামে একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট৷ সেন্টু দোহার উপজেলার জয়পাড়া এলাকার বাসিন্দা।

একই দিন মাদকসেবনের অপরাধে নবাবগঞ্জের মালিকান্দা গ্রামের মঙ্গল বরাতিকে ৩ দিনের এবং কোমরগঞ্জের এক যুবককে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নবাবগঞ্জ উপজেলায় মাদক বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে বলে জানান উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম।
মন্তব্য করুন