ঢাকার নবাবগঞ্জে কৃষি জমি থেকেই মাটি কেটে বিক্রির দায়ে ইব্রাহীম নামে একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত৷ শনিবার দিবাগত রাত ৩টা উপজেলার পশ্চিমা মরিচপট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ: হালিম।
ইব্রাহীম বেপারি দোহার উপজেলার নারিশা ইউনিয়নের বক্স বেপারির ছেলে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দিবাগত রাত ৩টায় উপজেলার পশ্চিম মরিচপট্টি এলাকায় অভিযান চালিয়ে কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রি করার অপরাধে ঘটনাস্থল থেকে দায়ী ব্যক্তিসহ মোট ৬ জনকে আটক করা। এসময় একটি ভেকু ও ৫ ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে। পরে ইব্রাহীম বেপারীকে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। অন্যদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজেস্ট্রেট মোঃ আঃ হালিম বলেন, কৃষি জমি রক্ষায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.