শিশু কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় সর্বস্তরে টিকা কার্যক্রম ইপিআই বৃদ্ধি করার লক্ষ্যে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার দুপুরে সদর কলাকোপা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করেন ঢাকা বিভাগীয় জেলা তথ্য অফিস।সহযোগিতায় ইউনিসেফ বাংলাদেশ।
সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. শহীদুল ইসলাম।
অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক নিজামুল করিম।
ঢাকা বিভাগীয় জেলা তথ্য অফিসের পরিচালক কাজী গোলাম আহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. ইব্রাহিম খলিল।
উপস্থিত ছিলেন, কলাকোপা ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও স্থানীয় সংবাদকর্মীগণ।
মন্তব্য করুন