ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় আলী হাসান (২২) নামে এক যুবক নিহত হয়েছে।
নিহত আলী হাসান উপজেলার গালিমপুর ইউনিয়নের গালিমপুর চাঁনহাটি গ্রামের বাহা উদ্দিনের ছেলে।
শনিবার বিকালে মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়ে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, শুক্রবার দুপুর দুইটার দিকে বাড়ি থেকে মোটারসাইকেল যোগে গালিমপুর যাচ্ছিল আলী হাসান। বাড়ি থেকে গালিমপুর-জয়পাড়া সড়কে বের হলে দ্রুতগতির মোটরসাইকেল বিপরীত দিক থেকে আসা একটি রিক্সাকে থাক্কা দিয়ে পড়ে যায়। মারাত্মক আহতাবস্থায় আলী হাসানকে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকাল ৪টার দিকে তার মৃত্যু হয়।
নবাবগঞ্জ থানার গালিমপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক আমিনুল ইসলাম জানান, এবিষয়ে কেউ লিখিত অভিযোগ করেননি।
মন্তব্য করুন