ঢাকার দোহার উপজেলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রয়াত সভাপতি নির্মল রঞ্জন গুহে’র স্ত্রী নন্দিনী গুহ আলো।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার কুসুমহাটি ইউনিয়নের বাস্তা গ্রামের নিজ বাড়িতে প্রায় ৫ শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব বেপারি, সহ সভাপতি শফিকুল তালুকদার, সহ সভাপতি নাসির উদ্দিন খান, দোহার পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির সদস্য শেখ মেহেদী, হাসান, মহিউদ্দিন মাদবর , মিন্টু চোকদার, জাফর শেখ সহ আরও অনেকে।
মন্তব্য করুন