1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
সোমবার, ২০ মে ২০২৪, ০৫:২৭ অপরাহ্ন

পুলিশ হাসপাতালে ভাঙচুর, অ্যম্বুল্যান্সে আগুন

ডেক্স রিপোর্ট:
  • আপডেটের সময় : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ৪২২ বার দেখা হয়েছে।

বার রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভাঙচুর ও অ্যাম্বুল্যান্সে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বিএনপির নেতাকর্মীরা হাসপাতালে ভাঙচুর করেছে। হাসপাতালের দুটি অ্যাম্বুল্যান্স পুড়িয়ে দেওয়া হয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া সেন্টারের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।

তিনি বলেন, পুলিশ হাসপাতালের দুটি অ্যাম্বুল্যান্স পুড়িয়ে দিয়েছে। হাসপাতালের গেটসহ একাধিক স্থাপনায় হামলা করা হয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) ৩ টা ১৫ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়েছে।

এর আগে রাজধানীর কাকরাইল এবং পল্টন এলাকায় বিএনপির সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের কর্মীদের সংঘর্ষ বাধে। সংঘর্ষের পর ঘটনাস্থলে থেকে সরে গিয়ে পুলিশ পুরানা পল্টন মোড়ে অবস্থান নেয়। তার আগে কাকরাইলে পুলিশবক্স ভাঙচুর এবং বিজয়নগরে পুলিশের গাড়িতে আগুন দেয় বিএনপি নেতাকর্মীরা।

সূত্র- কালের কন্ঠ

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর