1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
রবিবার, ১৯ মে ২০২৪, ০১:৫৬ অপরাহ্ন

নির্দেশনা অমান্য করে দোকান খোলায় দোহারে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক। প্রিয়বাংলা নিউজ২৪
  • আপডেটের সময় : বুধবার, ৬ মে, ২০২০
  • ২৬০৮ বার দেখা হয়েছে।

সরকারি নির্দেশনা অমান্য করে ঢাকার দোহার উপজেলার পালামগঞ্জ বাজারে দোকান খোলা রাখায় তিন ব্যবসায়ীকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র এ অর্থদন্ড দেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র প্রিয়বাংলা নিউজ২৪ কে বলেন, সীমিত পরিসরে ও সামাজিক দুরত্ব বজায় রেখে সরকার ১০ মে থেকে সকাল ১০টা হতে ৪টা পর্যন্ত দোকান খোলার নির্দেশনা দিয়েছেন। কিন্তু দোহারের কিছু সংখ্যক ব্যবসায়ী এখন থেকে দোকান খুলতে শুরু করেছেন। বুধবার এ অপরাধে পালামগঞ্জ বাজারের তিন ব্যবসায়ীকে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় দোকান ছাড়া ১০ মে-এর আগে কোন দোকান খুললে প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণ করে তাদের শাস্তির আওতায় আনা হবে।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর