1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
মঙ্গলবার, ২১ মে ২০২৪, ১১:৫০ পূর্বাহ্ন

নবাবগঞ্জে সরকারি জমিতে দালান নির্মাণের অপরাধে কারাদন্ড

রির্পোটারের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ৬৭৬ বার দেখা হয়েছে।

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় গালিমপুর ইউনিয়নে সরকারি জমি ভরাট করে অবৈধভাবে পাকা দালান নির্মাণের অপরাধে স্থানীয় জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তিকে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আ. হালিম।

জাহাঙ্গীর আলম স্থানীয় খোরশেদ আলমের ছেলে।

জানা যায়, জাহাঙ্গীর আলম সরকারি জমিতে মাটি ভরাট করে অবৈধভাবে বহুতল ভবন নির্মান করছে। এসমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলমকে আইনের আওতায় এনে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয় এবং সাথে সাথে কাজ বন্ধ করে দেয়া হয়

নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আ. হালিম বলেন, সরকারি জমিতে অবৈধভাবে পাকা স্থাপনা করার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জাহাঙ্গীর আলমকে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর