1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
রবিবার, ১৯ মে ২০২৪, ০৩:৪৮ অপরাহ্ন

নবাবগঞ্জে শরতকালীন নাড়ু উৎসব

সিনিয়র প্রতিবেদক:
  • আপডেটের সময় : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ১৭১ বার দেখা হয়েছে।

“মাটির সংস্কৃতি ধরে রাখবো আমরা, ছড়িয়ে দিব সারা বিশ্বে” প্রতিপাদ্য ধারণ করে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় শরতকালীন নাড়ু উৎসব পালন করা হয়েছে। শুক্রবার কলাকোপা কোকিলপ্যারি উচ্চ বিদ্যালয় সভা কক্ষে সাংস্কৃতিক সংগঠন নবাবগঞ্জ ললিতকলা একাডেমি (নাফা) ও স্বেচ্ছাসেবী সংগঠন ইনভিশন একশন রিওয়ার্ড এ্যাসেট (ইয়ারা) এর আয়োজন করেন।

নাফার ব্যবস্থাপনা পরিচালক লতিফা রহমান লতা’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কলাকোপা কোকিলপ্যারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহআলম, গোল্লা সেন্ট থ্রেকলাস বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার রুপালি কস্তা, বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক পল পিন্টু গমেজ প্রমুখ।

উপস্থিত ছিলেন নাফার সভাপতি শফিউর রহমান তোতা, গানের শিক্ষক উৎপল ডি কস্তা, গিটারে ম্যাক গমেজ, রোহান শেখ, চিত্রকলার শিক্ষক কানিজ আক্তার, নৃত্য শিক্ষক তিথি বাড়ৈ, অঞ্জনা গমেজ, গানের শিক্ষক মো. সেলিম, সমাজকর্মী গৌতম সাহা, বারুয়াখালী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফাতেমা আক্তার, অভিভাবক প্রতিনিধি সীমা আক্তার, গোল্লা সেন্ট থ্রেকলাস বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুক্তা মন্ডল প্রমুখ।

নাফার সাধারণ সম্পাদক সায়মা রহমান তুলির সঞ্চালনায় আলোচনা সভায় অতিথিবৃন্দ বলেন, এ আয়োজন কোন ধর্ম-বর্ণের নয়, এটা বাঙ্গালির সংস্কৃতি। এটা ধারণ করতে শিখতে হবে। এটাকে সাম্প্রদায়িক নয় সম্প্রীতির ভাবুন।

আলোচনা সভা শেষে নাফার শিল্পীদের পরিবেশনায় শরতকালীন নাচ, গান, ফ্যাশন শো প্রদর্শন করেন। পরে নাড়ু নিয়ে আসা প্রায় অর্ধশত প্রতিযোগির নাড়– প্রদর্শণ করেন। একই সাথে লক্ষী পূজার মাটির সরা, হাড়ি, কলসসহ কুটির শিল্প প্রদর্শন করা হয়। নাড়ু প্রতিযোগিতায় প্রধান বিচারক ছিলেন আনিকা ইয়াসমিন, ফুড বøগার, টেস্টি টিপস।

শেষে অতিথিবৃন্দ প্রতিযোগিদের কর্ম বিচার করে বিজয়ীদের মাঝে সনদ বিতরণ করেন।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর