1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৫:৩১ অপরাহ্ন

নবাবগঞ্জে মাদক বিরোধী অভিযান, আটক ১১ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ৪৩৮ বার দেখা হয়েছে।

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযানে ১১ জনকে আটক করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নবাবগঞ্জ উপজেলায় বিভিন্ন স্থানে অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মাদকদ্রব্য সেবন ও ব্যবহার বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আঃ হালিম।

এসময় সাফিন আলম, মিলন রাজবংশী, গোপাল ও আলমকে গাজা সেবন ও ব্যবহারের অপরাধে প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অপরদিকে, শোল্লার বিরেনকে ৩ মাস, রতনকে ২ মাস, দীপংকরকে ৭ দিন ও নাসির উদ্দীনকে ২ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া উপজেলার বাহ্রা ইউনিয়নের
আলগীরচর এলাকার মুয়াজ্জেম, সেলিম ও সুজনকে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে ৩ মাস করে কারাদণ্ড প্রদান করেন ম্যাজিস্ট্রেট।

নবাবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আঃ হালিম মাদকের বিষয়ে কোন আপোষ নয়। নিয়ন্ত্রণের জন্য অভিযান অব্যাহত সকলের সহযোগিতা কামনা করছি। অভিযানে সার্বিকভাবে সহযোগিতা করেছে নবাবগঞ্জ থানার পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর