1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
রবিবার, ১৯ মে ২০২৪, ০১:১৯ পূর্বাহ্ন

নবাবগঞ্জে মাঠে সেনাবাহিনী

আলীনূর ইসলাম মিশু
  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২০
  • ৩০২৫ বার দেখা হয়েছে।

প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমন রোধে ঢাকার নবাবগঞ্জ প্রশাসনকে সহযোগিতার পাশাপাশি জনসচেতনা বাড়াতে মাঠে কাজ শুরু করছে সেনাবাহিনী। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিবুল ইসলাম এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।

শুক্রবার সকালে নবাবগঞ্জ উপজেলার সদর থেকে সেনাবাহিনীর একটি দল জনসাধারণের অবাধ চলাফেরা নিয়ন্ত্রনে আনতে কাজ শুরু করে। এ সময় তারা অকারণে বাইরে না থেকে বাড়ি ফেরার জন্য এবং মাস্ক পরার জন্য লোকজনকে পরামর্শ দেয়। অকারণে কোন স্থানে কেউ দাঁড়িয়ে থাকলে তাকে দ্রুত স্থান ত্যাগ করার পরামর্শ দেন সেনা সদস্যরা। তারা হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের বাড়ি পরিদর্শণ করে তাদের কোয়ারেন্টাইন ঠিকমত পালন করার নির্দেশ দেন। এসময় সেনাবাহিনীর সদস্য সচেতনতামূলক বিভিন্ন প্লাকার্ড প্রদর্শণ করেণ।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর