1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৫:৫৩ অপরাহ্ন

নবাবগঞ্জে ভ্রাম্যমান আদালতে ভূয়া চিকিৎসকের সাজা

সিনিয়র প্রতিবেদক.
  • আপডেটের সময় : শনিবার, ৬ মে, ২০২৩
  • ১৩৪ বার দেখা হয়েছে।

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সদরে ভূয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে সাইফুল ইসলাম (৪৪) নামে এক চক্ষু চিকিৎসক কে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আ. হালিম।

সাজাকৃত ভূয়া এ চিকিৎসক টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বাসিন্দা।

সুত্র জানায়, সদর উপজেলার জেলা পরিষদ মার্কেটের সালমান অপটিকসে এ ভ‚য়া চিকিৎসক দীর্ঘদিন ধরে চক্ষু সেবা দিয়ে আসছেন। গোপনসুত্রে জানতে পারেন তিনি কোন চিকিৎসক নন, তার বাংলাদেশ ডেন্টাল ও মেডিকেল কাউন্সিলের নিবন্ধন নেই। এমনকি এমবিবিএস সনদও নেই তিনি মূলত একজন কাপড়ের ব্যবসায়ী। পরে রোগী দেখা অবস্থায় তাকে আটক করে ভ্রাম্যমান আদালতে ১ মাসের বিনাশ্রম সাজা দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেটমো. আ. হালিম।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নবাবগঞ্জ থানা পুলিশ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আ. হালিম বলেন, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর