1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শনিবার, ১৮ মে ২০২৪, ১০:২২ অপরাহ্ন

নবাবগঞ্জে বেশী রাত পর্যন্ত দোকান খোলা রাখার দায়ে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

সিনিয়র প্রতিবেদক.
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ৫৩৫ বার দেখা হয়েছে।

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বেশী রাত পর্যন্ত দোকানপাট খোলা রাখার অপরাধে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করা হয়েছে। সোমবার রাত ৯.৪০ মিনিটে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আ. হালিম।

এ সময় উপজেলার নবাবগঞ্জ ও বাগমারা বাজার এলাকায় ফ্রিজ, কসমেটিক ও মোবাইল ফোন বিক্রি প্রতিষ্ঠানগুলো বেশী রাত পর্যন্ত খোলা রাখার দায়ে ৫ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে নগদ ৪ হাজার টাকা জরিমানা প্রদাণ করা হয়।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, গত ১৬ জুন প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী রাত ৮টার পর দোকান, শপিংমল, মার্কেট, বিপনীবিতান, কাঁচাবাজার বন্ধ রাখার জন্য নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের মাধ্যমে ভ্রাম্যমান আদালত পরিচালনার জন্য প্রাপ্ত নির্দেশনা মোতাবেক নবাবগঞ্জ উপজেলার বাগমারা বাজার, নবাবগঞ্জ বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় দোকান খোলা রাখার অপরাধে ৫ জন ব্যবসায়ীকে মোট ৪ হাজার টাকা জরিমান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আ. হালিম বলেন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর