1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
রবিবার, ০৫ মে ২০২৪, ০৩:৫৫ পূর্বাহ্ন

নবাবগঞ্জে বাঙালীর চিরচেনা সংস্কৃতি কারুশিল্প প্রশিক্ষণ

সিনিয়র প্রতিবেদক
  • আপডেটের সময় : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ২১৯ বার দেখা হয়েছে।

বাঙালীর চিরচেনা সংস্কৃতিকে ধরে রাখতে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় শিশু-কিশোরদের বিনামূল্যে কারুশিল্প প্রশিক্ষণ দিয়েছে ইনভিশন একশন রিওয়ার্ড এ্যাসেট (ইয়ারা) ও সাংস্কৃতিক সংগঠন নবাবগঞ্জ ললিত কলা একাডেমি (নাফা)।

শুক্রবার সকাল ১০টা থেকে সরকারি নবাবগঞ্জ পাইলট স্কুল এন্ড কলেজে এ প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষনে বৈশাখী আল্পনা, শিশু কিশোরদের জন্য মংগল শোভাযাত্রার মুখোশ, চরকি, পাখা, ঘর সাজাবার শখের হাড়ি, কুলা, সরা, কলসিতে নকশা শেখানো হয়।

ইয়ারার প্রতিষ্ঠাতা পরিচালক সায়মা রহমান তুলির সার্বিক ব্যবস্থাপনায় প্রশিক্ষণ প্রদান করেন প্রতিষ্ঠানের চারুকলা বিভাগের শিক্ষক তপন কুমার মন্ডলসহ প্রতিষ্ঠানের প্রশিক্ষিত দিপিকা হালদার, ফাতিহা মনিরা, মাহিন আলম, শেখ তাহফিমুল ইসলাম।

প্রশিক্ষণ পরিচালনা করেন নবাবগঞ্জ ললিত কলা একাডেমির সভাপতি শফিউর রহমান তোতা ও ব্যবস্থাপনা পরিচালক লতিফা রহমান লতা।

নবাবগঞ্জ, দোহার ও সিরাজদিখান উপজেলাসহ দিনাজপুর ও বগুড়া জেলার প্রায় ৫০জন শিক্ষার্থী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

ইনভিশন একশন রিওয়ার্ড এ্যাসেট (ইয়ারা) ও নবাবগঞ্জ ললিত কলা একাডেমি (নাফা)’র লক্ষ্য বাংলা ও বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি প্রসার ঘটানো। তাছাড়া সমাজে পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নেয়া।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর