1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শনিবার, ১৮ মে ২০২৪, ০১:১৯ পূর্বাহ্ন

নবাবগঞ্জে ফসলি জমির মাটিকাটা বন্ধ করে দিল প্রশাসন

সিনিয়র প্রতিবেদক.
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ৩১১ বার দেখা হয়েছে।

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নয়নশ্রী ইউনিয়নের বিলপল্লী এলাকায় অভিযান চালিয়ে ফসলি জমির মাটিকাটা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম।

জানা যায়, নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের বিলপল্লী গ্রামে অবৈধভাবে ড্রেজার দিয়ে প্রায় ৫ একর কৃষি জমির মাটি কেটে বিক্রি ও কৃষি জমির শ্রেণী পরিবর্তন করা হচ্ছে এমন সংবাদ পেয়ে অভিযান চালায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম। এ সময় মাটি ও বালু কাটার ৪টি মেশিন জব্দ করা হয়। সেই সাথে মাটি কাটা বন্ধ করে দেওয়া হয়।

নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম বলেন, কোনক্রমেই ফসলি জমির মাটি কাটা বা শ্রেণী পরিবর্তন করা যাবে না। কেউ এই অবৈধ কাজের সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর