1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শনিবার, ১৮ মে ২০২৪, ১১:৫২ অপরাহ্ন

নবাবগঞ্জে ফসলি জমির মাটি কাটায় ৫ জন আটক

সিনিয়র প্রতিবেদক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ২৯০ বার দেখা হয়েছে।

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় কৈলাইল ইউনিয়নের রায়পুর চক এলাকায় অভিযান চালিয়ে ফসলি জমির মাটি কাটার দায়ে ৫ জনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম।

আটককৃতরা হলেন স্থানীয় রায়হান, আমিনুল, সোহেল ও নিলয়সহ আরো একজন।

ভ্রাম্যমান আদালত সুত্র জানায়, উপজেলার কৈলাইল ইউনিয়নের রায়পুর চক এলাকায় কৃষিজমির মাটি কেটে বিক্রি করছে খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করে অবৈধ মাটি কাটার সাথে জড়িত ৫ জন শ্রমিককে আটক করা হয়। সেই সাথে মাটি কাটার একটি ভ্যেকু ও ৪টি মাহেন্দ্র গাড়ি জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে ৫ জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

ভ্রাম্যমান আদালত কাজে সহায়তা করেন নবাবগঞ্জ থানা পুলিশের একটি টিম।

নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম বলেন, কৃষি জমি রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর