1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শুক্রবার, ১৭ মে ২০২৪, ১০:১০ পূর্বাহ্ন

নবাবগঞ্জে চুরি ঠেকাতে ‘শিকলবন্দি টিউবওয়েল’

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৭৪ বার দেখা হয়েছে।

ঢাকার নবাবগঞ্জে পশ্চিমাঞ্চলে প্রতিনিয়ত ঘটছে টিউবওয়েল চুরির ঘটনা। গত এক মাসে প্রায় ১৫ বাড়িতে টিউবওয়েল চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বাধ্য হয়ে চুরি ঠেকাতে টিউবওয়েলকে শিকলবন্দি করে রেখেছে এলাকাবাসী।

জানা গেছে, সম্প্রতি উপজেলার বারুয়াখালী ইউনিয়নের ভাঙ্গাপাড়া, ছত্রপুর, আলালপুর ও মুন্সীনগর এলাকায় প্রায় ১৫ বাড়িতে টিউবওয়েল চুরি হয়েছে। এতে বাড়তি বিড়ম্বনায় শিকার হচ্ছে ভুক্তভোগীরা। চুরি ঠেকাতে অভিনব কৌশল নিয়েছেন ভুক্তাভোগী সহ এলাকাবাসী। টিউবওয়েল বেঁধে রেখেছেন লোহার শিকল দিয়ে। পাশেই ঝুঁলছে তালা। বারবার এধরনরে চুরির ঘটনায় সাধারণ মানুষের মাঝে উৎকণ্ঠা দেখা দিয়েছে।

গত সপ্তাহ বারুয়াখালী ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রামের নুরুব আলীর বাড়ির টিউবওয়েল চুরি হয়। একই রাতে শহিদুল ইসলাম ও আব্দুল মান্নানের বাড়ির টিউবওয়েল চুরি হয়। এভাবে এক রাতে শুধু এই এলাকা থেকে ৩টি টিউবওয়েল চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী মুন্সীনগর গ্রামের শেখ মহিউদ্দিন বলেন, ‘হঠাৎ টিউবওয়েলটি চুরি হওয়ায় ৬ সদস্যের পরিবারের নিয়ে সুপেয় পানির সংকটে আছি। এখন অন্যের বাড়ি থেকে অনেক কষ্ট করে পানি আনতে হচ্ছে।’

ভাঙ্গাপাড়া গ্রামের নুরুব আলী বলেন, আমার বাসার টিউবওয়েলের পানি আশপাশে ২০টি পরিবার ব্যবহার করতো। টিউবওয়েল চুরি হওয়ায় এখন পানির কস্ট করতে হচ্ছে পরিবারগুলোকে।

ছত্রপুর গ্রামের মিরাজুল ইসলাম ফনি বলেন, ‘ধারণা করা হচ্ছে মাদকসেবীরা এ চুরির সাথে জড়িত। নেশার টাকা যোগাড় করার জন্য চুরি করছে।’

এ বিষয়ে বারুয়াখালী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাজী রমজানুল হক বলেন, ‘চুরির ঘটনাগুলো আমরা বিভিন্নভাবে জানতে পেরেছি। তবে কেউ অভিযোগ করেনি। যারা ভাঙারির ব্যবসা করেন তাদেরকে নজরদারিতে রাখা হয়েছে। আর রাতে পুলিশের টহল অব্যাহত রয়েছে।’

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর