1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শনিবার, ১৮ মে ২০২৪, ১১:১১ পূর্বাহ্ন

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় ২ জনের কারাদণ্ড

সিনিয়র প্রতিবেদক
  • আপডেটের সময় : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯৯ বার দেখা হয়েছে।

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাহ্রা ইউনিয়নে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে বিক্রি ও সরকারি রাস্তা ক্ষতিগ্রস্ত করায় ২ জনকে ২৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শুক্রবার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হালিম এ অভিযান পরিচালনা করেন।

কারাদণ্ডপ্রাপ্ত মাটি ব্যবসায়ীরা হলেন, বাহ্রা ইউনিয়নের মো. শহীদুল ও আব্দুর রহিম।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে মো. শহীদুল ও আব্দুর রহিম নামে দুই মাটি ব্যবসায়ীকে আটক করা হয়। একই সাথে মাটি স্থানান্তরের জন্য ব্যবহৃত ৪ টি মাহেন্দ্র গাড়ি জব্দ করা হয় । ভ্রাম্যমান আদালত, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ ধারায় দুই মাটি ব্যবসায়ীর প্রত্যেককে ২৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হালিম হুশিয়ার করে জানান, কৃষি জমি রক্ষা, জমির শ্রেণি পরিবর্তন, কৃষি জমির টপ সয়েল বিক্রির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর