1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৯:৩৮ পূর্বাহ্ন

নবাবগঞ্জে কাঁচা বাজার নিয়ন্ত্রনে প্রশাসনের মনিটারিং কার্যক্রম

সিনিয়র প্রতিবেদক
  • আপডেটের সময় : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ২১৫ বার দেখা হয়েছে।

পেঁয়াজের বাজার উর্ধ্বগতিতে ঢাকা জেলা প্রশাসন ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেটের নির্দেশে ঢাকার নবাবগঞ্জে কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেঁয়াজ এর মূল্যের ঊর্ধগতি নিয়ন্ত্রণে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছেন নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আ. হালিম। সোমবার দুপুরে সদর নবাবগঞ্জ বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে পাইকারী ও খুচরা বাজারের কাঁচা ও পাকা ভাউচারসমূহ পর্যবেক্ষণ করেন। যারা সঠিকভাবে ভাউচার সংরক্ষণ করেনি তাদেরকে সতর্ক করা হয়। একইসাথে, অধিক লাভের আশায় কেউ যেন উচ্চমূল্যে পেঁয়াজ বিক্রি এবং বিধিবহির্ভূতভাবে পেঁয়াজ মজুত না করে সে বিষয়েও সতর্ক করা হয়।

মনিটারিং কার্যক্রম পরিচালনা কাজে সহযোগিতা করেন নবাবগঞ্জ থানা পুলিশ।

নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আ. হালিম বলেন, ঢাকা জেলা প্রশাসন ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেটের নির্দেশে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর