1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
রবিবার, ০৫ মে ২০২৪, ০৯:৪১ পূর্বাহ্ন

নবাবগঞ্জের শোল্লার খতিয়া ব্রীজে প্রবেশ নিষেধ

নিজস্ব প্রতিবেদক.
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৬৪৭ বার দেখা হয়েছে।

ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের কালিগঙ্গা নদীর উপর খতিয়া ব্রীজে জনসাধারণ, ভ্রমণ পিপাসুদের ও গাড়ি চলাচল সরকার ঘোষিত কঠোর লকডাউনের শেষ দিন পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার সকালে এই নির্দেশ জারি করে গ্রাম্য পুলিশ দিয়ে সকাল থেকে রাত পর্যন্ত পাহারায় রাখা হয়েছে।

জানা যায়, কালিগঙ্গা নদীর উপর নির্মিত খতিয়া ব্রীজটি নির্মান হলেও এপ্রোচের জন্য এখনো আনুষ্ঠানিকভাবে চালু হয়নি। ব্রীজটি চালু না হওয়ার কারণে এখানে ভ্রমণ পিপাসুদের বিনোদনের কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে। প্রতিদিন শত শত মানুষ কালিগঙ্গা নদীর পানি, শীতল নদীর পাড়ের বাতাস এবং সন্ধ্যার সূর্যাস্ত দেখতে আসে। ঈদের পরবর্তী লকডাউনের সময় ব্রীজে ভ্রমন পিপাসুদের ভীড় জমে যায়। এই সুযোগে সেখানে দোকান বসায় স্থানীয়রা।

শোল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান তুহিনুর রহমান তুহিন বলেন, উপজেলার প্রশাসনের নির্দেশনায় খতিয়া ব্রীজটি ৫ আগস্ট পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। ইউনিয়নের জনগণের স্বার্থেই প্রশাসনের নির্দেশে এখানে গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর