1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বুধবার, ০৮ মে ২০২৪, ০৮:৩৪ পূর্বাহ্ন

নবাবগঞ্জের নয়নশ্রী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক। প্রিয়বাংলা নিউজ২৪
  • আপডেটের সময় : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
  • ৬৮০ বার দেখা হয়েছে।

ঢাকার নবাবগঞ্জের নয়নশ্রী ইউনিয়নের সীমানা পুনর্নিধারণ না হওয়া পর্যন্ত ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত রাখার আবেদন করায় স্থানীয় ইউপি চেয়ারম্যান রিপন মোল্লার বিরুদ্ধে মাবনবন্ধন, প্রতিবাদ সভা ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। সোমবার দুপুরে ইউনিয়নের ভুড়াখালী আমতলা চৌরাস্তা এলাকায় ইউনিয়নের সর্বস্তরের জনগণ এ মানববন্ধনের আয়োজন করেন।

প্রতিবাদ সভায় এলাকাবাসী অভিযোগ করে বলেন, বর্তমান চেয়ারম্যান রিপন মোল্লা আগামী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন। তিনি ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে এ আবেদন করেছেন, যাতে নির্বাচন স্থগিত হয়। আমরা এলাকাবাসী পুরনো সীমানায় নির্বাচন দাবী করছি।

নয়নশ্রী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. পলাশ চৌধুরী এ অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা নুরুউদ্দিন পত্তনদার, এ্যাড. নান্নু মিয়া, মিজানুর রহমান, মুক্তার হোসেন খৈমদ্দিন, ফারুক হোসেন, মাসুম মোল্লা, কৃষিবিদ প্রদীপ চন্দ্র সরকার, মুরাদ আলী সিকদার, খোকন মোল্লা, সাইদুল কবির সুমন, গাজী উমর ফারুক, বিএনপি নেতা মোস্তফা কামাল, আব্দুর রশিদ, মহিলা লীগ নেত্রী সাজেদা কাজী, যুব মহিলা লীগ নেত্রী মেঘলা ইসলাম প্রমুখ।

নয়নশ্রী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান রিপন মোল্লা সম্প্রতি ঢাকা জেলা প্রশাসক বরাবর ২৯ নভেম্বর ২০২০ তারিখে ইউনিয়নের সীমানা পুনর্নিধারণ আবেদন করেন। চেয়ারম্যান রিপন মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর