1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩:৩২ অপরাহ্ন

নবাবগঞ্জের জাকির হত্যা মামলার আসামি ২ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক.
  • আপডেটের সময় : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৫২৭ বার দেখা হয়েছে।

মোটর সাইকেল চালক জাকির হত্যা মামলার আসামি ঢাকার নবাবগঞ্জের নয়নশ্রী ইউনিয়নের আফজালনগরের মৃত শফি উদ্দীনের ছেলে জাকির হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

শনিবার পিবিআই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ৭দিনের রিমান্ড আবেদন করেন। তবে আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। পিবিআই এর উপ পরিদর্শক মো. ইমরান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার মধ্য রাতে নিজ বাসা থেকে জাকিরকে পিবিআই গ্রেফতার করে।
পিবিআই এর উপ পরিদর্শক মো. ইমরান বলেন, গ্রেপ্তারকৃত জাকির এই মামলার এজাহার নামীয় ২ নম্বর আসামি। মামলার এজাহার অনুযায়ী গ্রেপ্তারকৃত আসামি খাদ্য দ্রব্যর সাথে নেশা জাতীয় কিছু খাইয়ে হত্যা করা হয়েছে। অভিযোগের অনুসন্ধানে তার নিজ বাসা থেকে আটক করে।

২০২০ সালের ১লা অক্টোবর নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের চরশৈল্যা এলাকার মোটরসাইকেল চালক মো. জাকিরকে (৪৫) পিটিয়ে হত্যা করা হয়। পরিবারের সদস্যদের দাবি তাকে মুঠোফোনে ডেকে নিয়ে চরশৈল্যার জাকিরের নেতৃত্বে হত্যা করা হয়। জাকির ওই গ্রামের আবুল হোসেনের ছেলে।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর