1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
রবিবার, ১৯ মে ২০২৪, ০৫:৩৭ অপরাহ্ন

দোহার ও নবাবগঞ্জে সংক্রমনের হার ৪৯ শতাংশ, ৩৩ জনকে অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ১১৬০ বার দেখা হয়েছে।

ঢাকার পাশের উপজেলাগুলোতে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনার সংক্রমণ। গেল ২৪ ঘন্টায় ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় করোনা সংক্রমনের হার প্রায় ৫০ শতাংশ।
নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগনিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ জানান, গেল ২৪ ঘন্টায় নবাবগঞ্জ উপজেলায় ৩২ জনের নমুনা পরীক্ষায় ১৫ জনের করোনা সনাক্ত হয়েছে। অপরদিকে দোহার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন জানান, ২৪ ঘন্টায় দোহার উপজেলায় ২২ জনের নমুনা পরীক্ষায় ৯ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। নমুনা সংগ্রহের হিসেবে সনাক্তের হার প্রায় ৪৯ শতাংশ।
এদিকে স্বাস্থ্যবিধি না মানায় দোহারে গত দুইদিন ৩৩ জনকে অর্থদ্বন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।

স্বাস্থ্য কর্মকর্তারা বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে উদাসীনতার কারণে ক্রমেই করোনা সংক্রমণ বাড়ছে।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর