1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
রবিবার, ১৯ মে ২০২৪, ০৪:১৭ অপরাহ্ন

দোহারে স্নেহ স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্ট: টিম এভেনজারস্ অব মোল্লাকান্দা চ্যাম্পিয়ন

শামীম আরমান.
  • আপডেটের সময় : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৬১৪ বার দেখা হয়েছে।

ঢাকার দোহারের শাইনপুকুর বড় বাড়ী মাঠে শুক্রবার শাইনপুকুর বয়েজ ক্লাবের আয়োজনে স্নেহ স্মৃতি গোল্ড কাপ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় মুন্সীগঞ্জের শ্রীনগর বাইশ গজ বনাম মুন্সীগঞ্জ শ্রীনগরের টিম এভেনজারস্ অব মোল্লাকান্দা অংশগ্রহন করে।

টসে জিতে শ্রীনগর বাইশ গজ ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। প্রথম ওভারের প্রথম বলেই মোল্লা কান্দার ফাস্ট বলার শাওনের বলকে দুর্দান্ত ৬ হাকিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দিয়ে রানের খাতা খোলেন শ্রীনগর বাইশ গজের ওপেনার ফয়সাল। কিন্তু দ্বিতীয় বলে আবারো ৬ হাকাতে গিয়ে আনিসের তালুবন্দি হয়ে ফিরে যেতে হয় ফয়সালকে। তবে শ্রীনগর বাইশ গজের আরেক ওপেনার লিয়ন দুর্দান্ত ২৮ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন লিয়ন। এর পর কেবল আসা যাওয়ার খেলায় নির্দিষ্ট ১৬ ওভারে ৭ ইউকেট হারিয়ে ১৫৪ রান করে শ্রীনগর বাইশ গজ।

এদিকে মোল্লার কান্দার নয়ন ও শাওন ২১ রানের পার্টনারশীপ করে প্রথম উইকেটের পতন ঘটে। মোল্লাকান্দার ওপেনার ব্যাটসম্যান নয়নকে আউট করে সাজঘরে পাঠিয়ে দেন শ্রীনগর বাইশ গজের বলার পিন্টু। এর পরে আসা আর যাওয়ার মধ্যে থাকে শ্রীনগর বাইশগজ। তবে টিম এভেনজারস এর অধিনায়ক সোহেল, শাওন ও শাহালম ম্যাচকে জয়ের লক্ষে নেয় তারা। শেঢ ওভারে ৫ রান প্রয়োজন হলেও দুই বল হাতে থাকতে শাওনের দুর্দান্ত ৬ এর মধ্যেদিয়ে ১৫৭ রান করে জয় পায় মোল্লাকান্দা।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছে চ্যাম্পিয়ন দলের শাওন আর টুর্ণামেন্ট ও সেরা বলার রবিন। এছাড়া সেরা ব্যাটসম্যান সিয়াম নির্বাচিত হয়। পরে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক ইন্সপেক্টর জেনারেল অব রেজিস্টেশন বাংলাদেশ ড. খান মোঃ আব্দুল মান্নান।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আবু সাইদুর রহমান খোকা। খেলার সভাপতিত্ব করেন আবু মোহাম্মদ ছায়াদ ক্রিটু।

এসময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান সালেহ, সোয়েম আহমেদ, সমাজ সেবক বরকত উল আলম ভূঁইয়া, জাকির হোসেন মৃদুল, আবু আল নাছের তানজিন, কাজী মিজানুর রহমান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন আরমানুর রহমান ভূঁইয়া, আনোয়ার হোসেন, গোলাম কিবরিয়া ভূঁইয়া কালাম, আসাদুজ্জামান আক্কাছ, ফরহাদ হোসেন, নান্টু মোল্লা, সুজিত ঘোষ মানিক, বাবুল হোসেন খান জলিল, শহিদুল ইসলাম খান, মাসুম হোসেন, শেখ সাইদুল ইসলাম, মুক্তার হোসেন, প্রশান্ত চন্দ্র ঘোষ, হযরত আলী বেপারী।

খেলাটির ধারাভাষ্যকার ছিলেন তন্ময় ইসলাম ও মোঃ হাবীব।

স্কোরারঃ ইয়াছিন আরাফাত, কাউছার খান, তৌকির আহমেদ খান, রানা আহমেদ এবং মুকুল।

এর আগে ১৬ টিমের টুর্ণামেন্টটি শুরু হয়। খেলা দেখতে হাজার হাজার নারী পুরুষ ও শিশুরা দুপুর থেকেই মাঠে জড়ো হন।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর