1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
সোমবার, ০৬ মে ২০২৪, ০৪:৪৭ অপরাহ্ন

দোহারে ওষুধ, মুদি ও কাঁচামাল ছাড়া সব দোকানপাট বন্ধ

নিজস্ব প্রতিবেদক। প্রিয়বাংলা নিউজ২৪
  • আপডেটের সময় : শুক্রবার, ২০ মার্চ, ২০২০
  • ৩৭৫৯ বার দেখা হয়েছে।

করোনা ভাইরাস পরিস্থিতিতে ঢাকার দোহারে ওষুধ, মুদি ও কাঁচামাল সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান বাদে সব ধরণের দোকানপাট বন্ধ রাখতে নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার বিকেলে দোহার উপজেলার প্রধান জয়পাড়া বাজার সহ বিভিন্ন বাজারে মাইকিং করে এ ঘোষণা দেয়া হয়।

এদিকে শুক্রবার সকাল থেকেই পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সব ধরণের হোটেল, রেস্টুরেন্ট, চায়ের দোকান, ক্লাব এবং বার বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগ এ নির্দেশনা প্রদান করেন। মহাপরিচালকের পক্ষে উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মামুন এ নির্দেশনা জারি করেন। এ নির্দেশনা সঠিকভাবে পালন হচ্ছে কিনা তা তদারকিতে করতে প্রশাসনকে মাঠে থাকার কথা বলা হয়েছে।

দোহারে এ নির্দেশনা কার্যকর করতে মাঠে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা কাজ করছেন।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর