1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
রবিবার, ১৯ মে ২০২৪, ০৪:৫১ পূর্বাহ্ন

তিনদিনেও মেলেনি দোহার থেকে আইসোলেশনে পাঠানো ব্যক্তির করোনা রিপোর্ট

নিজস্ব প্রতিবেদক। প্রিয়বাংলা নিউজ২৪
  • আপডেটের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২০
  • ১৪৭০ বার দেখা হয়েছে।

তিনদিনেও মেলেনি ঢাকার দোহার থেকে আইসোলেশনে পাঠানো ব্যক্তির করোনা সনাক্তকরণের রিপোর্ট। গত ২৩ মার্চ রবিবার দোহার থেকে সুইজারল্যান্ড ফেরত এক প্রবাসীকে ঢাকার কুয়েত মৈত্রী হাসাপাতালের আইসোলেশন বিভাগে ভর্তি করা হয়। শরীরের তাপমাত্রা বেশি থাকায় ওই ব্যক্তিকে আইসোলেশনে পাঠানো এবং করোনা ভাইরাস সনাক্ত সংক্রান্ত পরীক্ষার কথা বলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন। কিন্তু বুধবার রাত পর্যন্ত ওই ব্যক্তির করোনা পরীক্ষার রিপোর্ট মেলেনি।

এ বিষয়ে জানতে বুধবার রাত নয়টার দিকে ডা. মো. জসিম উদ্দিনকে ফোন দেয়া হলে তিনি তখনও রিপোর্ট না পাওয়ার বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, আইসোলেশনের থাকা ওই ব্যক্তির পরিবারের সাথে প্রতিদিনই যোগাযোগ করছেন তিনি। তিনদিনেও রিপোর্ট না পাওয়ার বিষয়ে ডা. জসিমের কাছে জানতে চাওয়া হলে, তিনি এ বিষয়ে বিস্তারিত কিছুই জানাতে পারেননি।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর